বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগে শর্ত শিথিল করে সোমবার জাতীয় সংসদে অর্থবিল পাস হয়েছে। এ ক্ষেত্রে শেয়ারবাজারে কমপক্ষে এক বছরের জন্য টাকা বিনিয়োগ করলেই কালো টাকা সাদা করা যাবে।
প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট কয়েকটি খাতে অবাধে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শেয়ারবাজার। এ ক্ষেত্রে ১০ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে। তবে এর আগেও কালো টাকা বিনিয়োগের সুযোগ ছিল। কিন্তু ওই সময়ে শর্ত ছিল- এই টাকা কীভাবে আয় করা হয়েছে, সে ব্যাপারে কর কর্তৃপক্ষ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো প্রশ্ন করবে না।
এর ফলে এনবিআর কোনো প্রশ্ন না করলেও দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের অন্যান্য কর্তৃপক্ষ কালো টাকা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু এ বছর এ সংক্রান্ত অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার মূল কথা ছিল- টাকা বিনিয়োগ করা হলে, সরকারের কোনো সংস্থাই কোনো ধরনের প্রশ্ন করবে না। আর শেয়ারবাজারের ক্ষেত্রে বলা হয়েছে, বিনিয়োগের দিন থেকে অন্তত তিন বছর রাখতে হবে।
কিন্তু শেয়ারবাজার সংশ্লিষ্টদের দাবি, এত লম্বা সময় বিনিয়োগ ধরে রাখার শর্ত দিলে কেউ বিনিয়োগে আসবে না। এতে শেয়ারবাজারেও তারল্যপ্রবাহ বাড়বে না। ফলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে। দুই স্টক, মার্চেন্ট এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে এই শর্ত শিথিলের দাবি করা হয়। এসব দাবির পরিপ্রেক্ষিতেই বিনিয়োগের শর্ত তিন বছর থেকে কমিয়ে ১ বছর করা হল।