বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নিলাম কাজে গতিশীলতা বাড়িয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। প্রায় ১৫ দিনের ব্যবধানে আবারো ৪৪ লট পণ্য নিলামে তুলছে সংস্থাটি।
এরআগে ৯ জুন প্রথম দফায় ৭৬ লট পণ্য নিলামে তোলা হয়। আগামী ২১ জুন নিলামে তোলা ৪৪ লট পণ্যের মধ্যে কাপড়ের সংখ্যাই সবচেয়ে বেশি।
তথ্যমতে, এবারের নিলামে ২ হাজার ১০ কেজি টেক্সটাইল কেমিক্যাল, ১৬০ কেজি এক্সেসরিজ, ২০ কেজি ফিনিশিং এজেন্ট, ২৭০ কেজি হাইড্রোলিক এসিড, ৭ কেস ওয়াশিং কেমিক্যাল, ৪৮৫ রোল ফেব্রিক্স পণ্য, ১ কনটেইনার ব্যাটারি লিড, ৪০ ড্রাম রাসায়নিক পদার্থ, ৪৭৮ রোল গার্মেন্টস ফেব্রিক্স পণ্য ও ৮৫৫ কনটেইনার প্লাস্টিক পণ্য রয়েছে। এর আগে গত ৯ জুন ৬টি জাপানি গাড়িসহ ৭৬ লট পণ্য নিলামে তোলা হয়েছিল।
সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন বরাবরের মতো এই নিলাম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মোরশেদ বলেন, মঙ্গলবার (১৫ জুন) নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে অংশ নিতে হলে আগামী ২১ জুন দুপুর ২টার মধ্যে ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। অন্যদিকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ ও টিন সার্টিফিকেটের কপি। কাস্টম হাউসের নিলাম শাখা থেকেও নিলামের দরপত্র ও ক্যাটালগ সংগ্রহ করা যাবে। ওইদিন (২১ জুন) দুপুর আড়াইটায় এই নিলাম কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন, এটা চলতি মাসের দ্বিতীয় নিলাম। এবারের নিলামে কাপড়ের পরিমাণই বেশি। এসব নিলামের মাধ্যমে কাস্টমসের কাজে গতিশীলতা বেড়েছে। পাশাপাশি সরকারেরও রাজস্ব বাড়ছে।