জয়পুরহাট: জয়পুরহাটে কিডনী বেচাকেনা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩১ মে) দুপুরে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত হলেন জয়পুরহাটের কালাই উপজেলার টাকাহুত গ্রামের মৃত বেলায়েত হোসেন সরকারের ছেলে আব্দুল গোফফার সরকার (৪৫) ও একই উপজেলার জয়পুর-বহুতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর আফতাব (৪২)
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলাসহ পাশ্ববর্তী নঁওগা, গাইবান্ধা, দিনাজপুর এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও হত দরিদ্র নারী এবং পুরুষদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করে আসছিলেন।
এসব নিরীহ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে দালালদের খপ্পরে পরে ৪/৫ লাখ টাকায় চুক্তিতে তাদের মূল্যবান কিডনি বিক্রি করে দেন। ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে গিয়ে তাদের কিডনি দিয়ে নামমাত্র চিকিৎসা নিয়ে যখন দেশে ফিরেন, তখন দালালরা বিমাবন্দরেই তাদের হাতে ১/২ লাখ টাকা হাতে দেন। তারা পরে বোঝেন যে কিডনি দেওয়া আইনগত অপরাধ। নিজে অপরাধী হওয়ায় তারা দালালদের তেমন কিছু বলতেও পারেনা। কেউ কেউ বাড়ি ছেড়ে পালিয়ে জীবন যাপন করেন।
পুলিশ সুপার আরো জানান, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর সার্কেল মোসফেকুর রহমান, পাঁচবিবি সার্কেল ইশতিয়াক আলম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।