বিজনেসটুডে২৪ ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিনস্কি রাজধানী কিয়েভ ছেড়ে পালাবেন না । মঙ্গলবার যখন ইউক্রেনের শহরগুলির ওপরে আরও তীব্র গোলাবর্ষণ করছে রুশ সেনা, তখন ফের বিবৃতি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিনস্কি।
জানিয়ে দিলেন, এখনও কিয়েভেই আছেন। শুধু তাই নয়, রাজধানীর ঠিক কোন এলাকায় আছেন, জানিয়ে দিলেন তাও। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন জেলিনস্কি । তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি কিয়েভেই আছি। বানকোভা স্ট্রিটের একটি বাড়িতে রয়েছি আমি। কাউকে আমি ভয় পাই না।” পরে তিনি বলেন, এই ‘দেশপ্রেমিক যুদ্ধে’ জয়লাভের জন্য যা করণীয়, তা করবেন ।
ঠান্ডা যুদ্ধের অবসানের পরে গত তিন দশকে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে রাশিয়ার বিরোধ কখনও এই পর্যায়ে পৌঁছয়নি। দু’সপ্তাহ আগে ইউক্রেনে হানা দিয়েছে রাশিয়া। এর মধ্যে ৪৪ বছর বয়সী জেলিনস্কিকে তিনবার খুনের চেষ্টা হয়েছিল। ইউক্রেনের অফিসারদের তৎপরতায় তাঁর প্রাণরক্ষা হয়েছে।
সেফ প্যাসেজ বিতর্ক: সোমবার রাশিয়া ঘোষণা করে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলি থেকে নিরীহ মানুষ যাতে সরে আসতে পারেন, সেজন্য সেফ প্যাসেজ দেওয়া হবে। কিন্তু ইউক্রেন যুদ্ধবিরতি মানেনি। কারণ নিরীহ মানুষজনের জন্য যে চারটি করিডোর করা হয়েছিল তার প্রতিটি গিয়ে শেষ হয়েছে হয় রাশিয়ায় নয়তো রাশিয়ার মিত্র দেশ বেলারুশে।
জেলিনস্কির অভিযোগ, নিরীহ মানুষের ওপরে গোলাবর্ষণ করেছে রুশ সেনা। তাঁর কথায়, “হিউম্যানেটরিয়ান করিডোরের ব্যাপারে প্রথমে আমরা রাজি হয়েছিলাম। কিন্তু তাতে কী কাজ হচ্ছে? রাশিয়ার রকেট, মাইন ও অন্যান্য অস্ত্রশস্ত্র তো যথাস্থানেই রয়েছে।”