নয়ন দাস, কুড়িগ্রাম থেকে:
হাড়কাঁপানো ঠান্ডা কুড়িগ্রামে। তীব্র ঠান্ডায় কাঁপতে শুরু করেছে মানুষ। তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। গোটা কুড়িগ্রাম ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে।
গত দুসপ্তাহ ধরে এখানে তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বৃহস্পতিবার সকালে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও কমে যাবে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে বলে তিনি আশঙ্কা করেন।
শীতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠাণ্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন নদ-নদী তীরবর্তী চরের বাসিন্দারা।