আজহার মুনিম শাফিন, কুলাউড়া (মৌলভীবাজার): কুলাউড়ায় নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করায় ৯ চেয়ারম্যান প্রার্থীকে প্রাথমিকভাবে বহিষ্কার করেছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
বুধবার (১৭ নভেম্বর) কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৯জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
জানা যায়,তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ১৩টি ইউনিয়নের নির্বাচনে নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কার করা হয়েছে তাঁদেরকে।
তারা হলেন, বরমচাল ইউনয়নের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, ভাটেরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী কামাল ইবনে শহীদ চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি ও বিদ্রোহী প্রার্থী শাহাদাৎ হোসেন, টিলাগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুদল মালিক, শরীফপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান, কর্মধা ইউনিয়নের মুহিবুল ই্সলাম আজাদ ও মছলু আমিন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম বিজনেসটুডে২৪ কে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের পদ পদবী ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবরে সিদ্ধান্তটি প্রেরণ করা হয়েছে।