Home সারাদেশ কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজহার মুনিম শাফিন, কুলাউড়া (মৌলভীবাজার): কুলাউড়ায় লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় নির্মানাধীন মোঃ ক্বারি কুতুব উদ্দিন ও মোছাঃ আছিয়া বেগম ছাত্রাবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায়  মাদ্রাসা প্রাঙ্গনে শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও আমেরিকা প্রবাসী রিয়াদ উদ্দিনের অর্থায়নে ছাত্রাবাস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও মাদ্রাসা শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল বারী সোহেল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আলী আহমদ, সাজিদ আলী, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল মতিন সহ মাদ্রাসা শিক্ষার্থী ও অন্যান্যরা।

ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তাদির হোসেন বিজনেসটুডে২৪কে বলেন, লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছেন। আমেরিকা প্রবাসি মোঃ রিয়াজ উদ্দিন কয়েক মাস পূর্বে একটি অনুষ্ঠানে যোগ দিতে আমাদের মাদ্রাসায় আসেন। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের আচার-ব্যবহার ও পরিবেশে মুগ্ধ হয়ে মাদ্রাসায় উনার পিতা মোঃ ক্বারি কুতুব উদ্দিন ও মাতা মোছাঃ আছিয়া বেগমের নামে একটি ছাত্রাবাস করার প্রত্যয় ব্যক্ত করেন। যার ভিত্তিপ্রস্থর আজ স্থাপন করা হলো।