বিজনেসটুডে২৪ ডেস্ক
সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে অবৈধ লেনদেনে জড়িত থাকায় কুয়েতে আরও দুজনকে গ্রেপ্তার করা করা হয়েছে।
তাদের একজন কুয়েতের শ্রম বিভাগের পরিচালক আর অপরজন একজন রাজনীতিবিদ। গত পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এই রাজনৈতিক নেতা।
আরবি দৈনিক আল-রাই জানায়, আটক দুজনকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে কুয়েতের যে দুই এমপির বিরুদ্ধে পাপুলকে বেআইনি কাজে সহযোগিতা এবং অর্থ পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করতে প্রত্যাহার করা হয়েছে ’সংসদীয় ইমিউনিটি’।
সালাহ খুরশিদ ও সাদুন হাম্মাদ নামের ওই দুই এমপির বিরুদ্ধে গত ২৭ জুন আনুষ্ঠানিক অভিযোগ এনেছিল পাবলিক প্রসিকিউটরের অফিস।
পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা দেয়া এবং ঘুষ গ্রহণে জড়িত থাকার দায়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে ইতিপূর্বে।