বিজনেসটডে২৪ ডেস্ক: লন্ডনের কোটিপতি প্রেমিক কবীর বাহিয়াকে নিয়ে সম্প্রতি দিল্লির বাড়িতে মা-বাবার সঙ্গে নাকি দেখা করিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতী স্যানন ।
সূত্রের খবর, পাকা কথা সারতেই দিল্লি গিয়েছিলেন কৃতী। কবীরের মা-বাবাও থাকেন দিল্লিতেই। তাই পাকা কথা সারতে নাকি তাঁরা গিয়েছিলেন দিল্লিতে। তবে কি এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? প্রশ্ন তাঁর অনুরাগীদের। পাকা কথা সম্পন্ন হলেও চলতি বছর সাত পাকে বাঁধা পড়ছে না এই জুটি।
কেন ভেস্তে গেল এবছর কৃতীর বিয়ের প্ল্যান? বলিউড সূত্রে খবর, এবছর অভিনেত্রীর হাতে বেশ কয়েকটা কাজ রয়েছে। বর্তমানে আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক ম্যায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত কৃতী। আর সেই সিনেমার কাজ সেরে ‘ককটেল ২’-এর সিক্যুয়েলের প্রস্তুতি শুরু করবেন। অভিনেত্রী যে এবছর ছাদনাতলায় বসতে পারবেন না, সেকথা নিশ্চিত করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্রের তরফে। অর্থাৎ গোটা বছরটাই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চলেছেন অভিনেত্রী।
গত বছর থেকেই বলিউড গুঞ্জন, কৃতী লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এবছর না হলেও, কবে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী? সেই প্রশ্ন থাকছে অনুরাগীদের।