ভোলা থেকে মহিউদ্দিন: আজ (১০এপ্রিল) রবিবার ভোলায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি ভোলা এসেই প্রথমে জেলার শ্রেষ্ঠ খামারি বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার ‘সবুজ বাংলা কৃষি খামার’ পরিদর্শন করবেন। এরপর মন্ত্রী ভোলা জেলা পরিষদে ভোলার কৃষকদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
সূত্রে জানা যায়, কৃষিমন্ত্রী বিভিন্ন মাধ্যমে জানতে পারেন ভোলায় এক চেয়ারম্যান সফল খামারি। তিনি গরু, ছাগল, ধান, পেঁয়াজ, আদা, বরই, লিচু, আম, তরমুজ এবং মাছের সফল খামারি। তার খামারে উৎপাদিত পণ্য ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ওই চেয়ারম্যানের খামার থেকে ভোলা জেলায় সর্বপ্রথম বাণিজ্যিকভাবে লিচু উৎপাদিত হচ্ছে। যা দেখতে অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু। তিনি এ বছর তার খামার থেকে আদা, বরই এ ঈর্ষনীয় সাফল্য পেয়েছেন। যার স্বীকৃতি স্বরুপ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে পুরস্কৃতও করেন এবং সকল ধরনের সহযোগিতাও করে যাচ্ছেন। ওই চেয়ারম্যানকে উৎসাহ যোগাতে এবং তার কর্মকান্ড দেশবাসীকে জানানোর জন্যই কৃষিমন্ত্রীর এ সফর।