আর্কা স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে ধোনিই প্রধান পরিকল্পনাকারী হিসাবে কাজ করবেন, ‘আমরা প্রায় ২০০ এর বেশি কোচদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এবার ক্রিকেটারদেরকে কোচিং করানো শুরু করব, আগামী ২ জুলাই থেকে। কোচ প্যানেলসহ প্রকল্পের প্রধান হিসাবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। তারা মাঠে কীভাবে কী করেন এসব সম্পর্কে প্রথমে তরুণ ক্রিকেটারদেরকে অবগত করবেন ও শিখাবেন।’
প্রসঙ্গত, এর আগেও নিজে থেকে ক্রিকেট একাডেমি খুলেছিলেন ধোনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলেছিলেন তিনি। কিন্তু নিজের ব্যক্তিগত ও ক্রিকেটীয় জীবনের ব্যস্ততার কারণে সেখানে সময় দিতে পারতেন না। গতবছর বন্ধ হয়ে যায় ধোনির উক্ত ক্রিকেট একাডেমিটি।
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ধোনি। তারপর থেকেই সমালোচনা শুরু হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অবসর নিয়ে। এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও গত বিশ্বকাপের পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
আইপিএলের আসর দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল তার কিন্তু করোনাভাইরাসের প্রকোপে তা এখনো হয়নি। তাই খেলোয়াড় হিসাবে ফেরার আগেই এবার কোচ হিসাবে দেখা যাবে ধোনিকে।