রাশিয়ার ব্যাংকের সম্পত্তি ব্লক, রপ্তানির ওপর নিষেধাজ্ঞা
বিজনেসটুডে২৪ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সাথে সব রকম আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন বৃহস্পতিবার মধ্যরাতে। সংবাদ সম্মেলন করে তিনি মার্কিন অবস্থান স্পষ্ট করেছেন।
হোয়াইট হাউজে ইউক্রেন সংকট নিয়ে আহূত সংবাদ সম্মেলনে বাইডেন রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞার কথাও ঘোষণা করেছেন। রফতানির ওপর নিয়ন্ত্রণ, রাশিয়ার চারটি বড় ব্যাঙ্কের সম্পত্তি ব্লক করা সহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে পুতিনকে কড়া বার্তা দিলেন বাইডেন।
এমনকি বিশ্ব মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্টের অবস্থানচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দেন বাইডেন। বাইডেন আরও জানান যে, শুধু রাশিয়া নয়, এই আবহে যে দেশই রাশিয়ার সঙ্গ দেবে তাঁদের বিরুদ্ধেই এমন নিষেধাজ্ঞা জারি করা হবে।
সংবাদ সম্মেলনে রাশিয়ার আগ্রাসনে ভারত পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা এই বিষয়ে ভারতের সঙ্গে পরামর্শ করব। এই বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি।’ অর্থাৎ বলাই চলে, ইউক্রেন সঙ্কটে মোদী ও বাইডেন এখনও পর্যন্ত একই বন্ধনীতে নেই।
অনেকের মতে, জো বাইডেনের হুঁশিয়ারির পর ইউক্রেন সমস্যা নিয়ে চিন্তায় ফেলতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে গতকালই রাতে ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমেই ন্যাটো ও রাশিয়ার দূরত্ব মেটানো সম্ভব’। তার মধ্যে উঠে এসেছে ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের কথাও। সেখানে এই সম্পর্ক আগের মতোই থাকবে বলে জানান পুতিন