Home Second Lead কোন বিপত্তি যেন না হয় সেব্যাপারে ডিপো মালিকদের সতর্কতা সিটি প্রশাসকের

কোন বিপত্তি যেন না হয় সেব্যাপারে ডিপো মালিকদের সতর্কতা সিটি প্রশাসকের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বুধবার আবারও বললেন, কন্টেইনার ডিপো হতে হবে বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে। আর তা প্রয়োজন উন্নত নগরী গড়ার জন্য।

মঙ্গলবার স্টিল মিল মালিকদের সাথে বৈঠকে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে নিয়ম নীতির তোয়াক্কা না করে ২০ কিলোমিটারের মধ্যে স্থাপিত কন্টেইনার ডিপো বলে উল্লেখ করেন। এরপর বুধবার ডিপো প্রতিনিধিরা সকালে সিটি প্রশাসকের সাথে মত বিনিময়ে গেলে আবারও সেটা তাদেরকে সরাসরি জানান। যাতে কোন রকমের প্রতিবন্ধকতা না হয় সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেন।

কন্টেইনার ডিপো মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ শহরের রাস্তার অবকাঠামো উন্নয়নে সরকারের এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সহযোগিতা অপরিহার্য্য। আপনার সেবা গ্রহীতা, আমরা সেবা দাতা। আমরা চাই এ শহরের রাস্তাগুলো আপানাদের লরি ও ভারী যানবাহন চলাচলে উপযোগী করে দিতে। উন্নত দেশে কন্টেইনার পরিবহনের জন্য আলাদা সড়ক রয়েছে। কিন্তু আর্থিক  কারণে সিটি কর্পোরেশন একাজে হাত দিতে পারছে না। আপনাদের কাছে আহবান থাকবে আমাদের জন্য নূনতম একটি সার্ভিজ চার্জ দিয়ে সহযোগিতা করলে সত্যিকার অর্থে পরিপূর্ণ সড়ক অবকাঠামো তৈরিতে সক্ষম হবো।

নগরীর উন্নয়নে কর্পোরেশনকে  কি পরিমাণ উন্নয়ন সার্ভিস চার্জ দেয়া যায় তা আপনার বসে ঠিক করবেন বলে আশাবাদ ব্যক্ত করে প্রশাসক বলেন,  এ শহর আমাদের সকলের। আগামী প্রজন্মের জন্য আমাদের এই শহরকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে ঐক্যভাবে এগিয়ে আসা প্রয়োজন।

কন্টেইনার ইয়ার্ড প্রতিনিধিদের মধ্যে ইনকনট্রেড-এর নির্বাহী পরিচালক এস এম মফিদুল আলম, ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ  পরিচালক ( ফাইনান্স ) আলহাজ্ব আবুল মনসুর, ম্যানেজার মো. মুছা, শফি এর  হেড অফ অপারেশন মো. মঈন উদ্দিন,  ইস্টার্ন লজিস্টিক্স-এর  পরিচালক ফাইনান্স এ কে এম সাইদুল ইসলাম, নির্বাহী পরিচালক আবদুর রহমান, এসএপিএল পরিচালক  ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, গোল্ডেন কন্টেইনার পরিচালক বেনজির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।