ক্রোয়েশিয়া: ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।
দেশটির পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। ওই এলাকায় সোমবারও রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পেত্রিঞ্জা শহরে বিল্ডিং ধসে পড়ে।
মঙ্গলবার (২৯ ডিসেম্ব) স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ মঙ্গলবার বিকেলে বলেন, এখন পর্যন্ত ৬জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।
ক্রোয়েশিয়ার মাউন্টেন সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষিত কুকুর কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক