বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুড়িগ্রাম : কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রনে এবং ট্রাফিক বিভাগের চেইনঞ্জ ব্যবস্থা আরো সুচারুভাবে পরিচালনার জন্য শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরকে সিসি টিভির আওতায় আনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শাপলা চত্বরে অবস্থিত ট্রাফিক বিভাগ রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
এ ব্যাপারে পুলিশ সুপার মাহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, শহরের মুল প্রবেশদ্বার হল শাপলা চত্বর। এখানে সিসি ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে ট্রাফিক ব্যবস্থায় অধিকতর শৃঙ্খলা বজায় রাখা যাবে। পাশাপাশি এলাকায় অপরাধ বা দুর্ঘটনা সংগঠিত হলে সিসি টিভি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে। এছাড়াও অপরাধ দমন ও প্রতিরোধে ভূমিকা রাখবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, এএসপি উৎপল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একেএম বানিউল আনাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।