Home সারাদেশ খানসামায় মে দিবসে র‌্যালি ও সমাবেশ

খানসামায় মে দিবসে র‌্যালি ও সমাবেশ

খানসামা
মোঃ আজিজার রহমান, ( খানসামা) দিনাজপুর থেকে: খানসামা উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস-২০২২ পালিত হয় আজ রবিবার।
 সকালে পাকেরহাট মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) এবং খানসামা উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (১১৩৮৭) উদ্যোগে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র‌্যালি  পাকেরহাট প্রদক্ষিণ করে সাংগঠনিক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
 পাকেরহাট মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি  ছিলেন, খানসামা উপজেলার পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) এ টি এম সুজা উদ্দিন শাহ লুহিন। বিশেষ অতিথি ছিলেন, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন  মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ আব্দুর রাজ্জাকসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শ্রমিক বৃন্দ।
 পাকেরহাট ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার সভাপতি মোঃ আব্দুল হাকিম চৌধুরী  ও সাধারণ সম্পাদক জিকরুক হক জিকুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে পাকেরহাট বাইপাসে তাদের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।