চট্টগ্রাম: খাল-নালায় ময়লা-আবর্জনা ফেললে আশেপাশের বাসিন্দাদের জরিমানা করা হবে।
সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন শুক্রবার বির্জাখালের আবর্জনা অপসারণ কার্যক্রমের সূচণা করে এ কথা বলেন। আরও বলেন, খাল-নালা হলো পানি চলাচলের পথ। কিন্তু দুর্ভাগ্যজনক যে, নগরীর কিছু লোক অসেচতনভাবে খালে-নালায় ময়লা আবর্জনা ফেলছে। পূর্ব বাকলিয়া বির্জাখালেও দেখা গেল গৃহস্থালী বর্জ্য, পঁচা পেয়াজ, ছেড়া টেবিল ক্লথ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। এই খাল এখন কচুরিপানা, ময়লা আবর্জনায় ও মশার প্রজনন আখড়ায় পরিনত হয়েছ । একদিকে করোনা মাহামারীর সংক্রমণ বেড়েছে। অপরদিকে যদি মশার উৎপাত ও কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। আজ এই বির্জা খাল পরিস্কার শুরু করলাম।
এলাকাবাসীকেও সচেতন হতে হবে । এরপর যদি কোন ময়লা আবর্জনা খাল-নালায় ফেলা হয় তাহলে আশপাশের বাসিন্দাদের জরিমানা করা হবে বলে তিনি উল্লেখ করেন।