বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। ৬ অক্টোবর মিন্নির খালাস চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল জমা দেন তাঁর আইনজীবীরা।
বুধবার (০৪ নভেম্বর) আপিল গ্রহণের ওপর শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ স্থগিত করেছেন।
মিন্নি ছাড়াও অন্য আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছেন আদালত।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।
মিন্নির আইনজীবী জেড আই খান পান্না গলমাধ্যমকে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছি। আপিল গ্রহণ করে আদালত মিন্নির অর্থদণ্ড স্থগিত করেছেন। আমরা উল্লেখ করেছি, এটি ভুল রায়। রায়ের প্রতিটি লাইনের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।’
আইনজীবী বলেন, ‘মিন্নিকে মূলত দোষ স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দির আলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ এ জবানবন্দির বিরুদ্ধে মিন্নি পরক্ষণেই আদালতকে বলেছিলেন। মিন্নি এই জবানবন্দি অস্বীকার করেছেন। তিনি এটাও বলেছেন যে, জোরপূর্বকভাবে জবান