Home First Lead খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত, বিদেশ যাওয়া নিষেধ

খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত, বিদেশ যাওয়া নিষেধ

বেগম খালেদা জিয়া

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরো দুই মাস স্থগিত করেছে সরকার। তবে এ সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না।

বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

মার্চে ২ বছর ১ মাস ১৭ দিন পর সরকারের নির্বাহী আদেশে প্রথম দফায় ছয় মাসের জন্য সাজা স্থগিত হলে কারামুক্ত হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেপ্টেম্বরেই মুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে তার পরিবার ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়।

বৃহস্পতিবার গুলশানে নিজ বাসায় আইনমন্ত্রী সরকারের ঐ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এ সময়ে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না । দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

খালেদা জিয়া তার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি শুনেছেন জানিয়ে তার পরিবারের এক স্বজন গণমাধ্যমকে বলেন, তবে আমরা পরিবারের সদস্যরা তাকে বিদেশ যেতে না দেওয়ার সিদ্ধান্তে মনোক্ষুন্ন হয়েছি।

দুর্নীতির মামলায় সাজার রায়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন।