লোহাগড়া (নড়াইল) থেকে সংবাদদাতা: ৪ টি হত্যাসহ ডজন মামলার আসামী সোহেল খা (৪০) শ্বশুড় বাড়ি বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সোহেলের বাড়ি কুমড়ি গ্রামে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল খা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে ও প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। মাঝে মধ্যে সতর্কতার সঙ্গে গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন।
ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী ভাটপাড়া গ্রামে তার শ্বশুর হাসেন মুন্সীর বাড়িতে অবস্থান করছিলেন। রাতে ঘরের বাইরে আসলে দুর্বৃত্তরা সোহেলকে ঘিরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময়ে বিদ্যুৎ ছিল না। নিহতের বুক, চোখসহ শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে।
নিহত সোহেল খা দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান, যুবদল নেতা তনুসহ ৪টি হত্যা মামলা এবং মারামারিসহ অন্তত ১২টি মামলার আসামি ছিলেন। এ ছাড়া পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন বলেন, লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত খুনে জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি।