খুলনা থেকে চন্দন ভট্টাচার্য্য: বিভাগীয় শ্রম অধিদপ্তরের উদ্যোগে খুলনার রূপসা শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ প্রতিরোধে করোনার টিকা গ্রহণের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম চলছে।
শ্রম অধিদপ্তরের আওতাধীন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক,কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাসেবা, চিত্তবিনোদনসেবা এবং শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে থাকে।
এ পর্যন্ত ২৫০ জন শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অনলাইনে নিবন্ধন করেছে। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তর বয়রা, খুলনা; শিল্প সম্পর্ক শিক্ষায়তন মীরেরডাঙ্গা, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, খালিশপুর এবং সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, মোংলায় অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও চিকিৎসা চলমান রয়েছে।
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান বুধবার ২৮ জুলাই নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।