Home রাজনীতি গণতন্ত্র পুনরুদ্ধারই মহান শহীদ দিবসের শপথ: বিএনপি

গণতন্ত্র পুনরুদ্ধারই মহান শহীদ দিবসের শপথ: বিএনপি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে প্রতিনিধি

ঢাকাঃ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, একুশের চেতনায় শাণিত হয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির শপথ।

রবিবার (২১ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর নীলক্ষেতের বলাকা সিনেমা হলের সামনে থেকে প্রভাত ফেরি বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরে সাংবাদিকদের এ কথা বলেন দলটির নেতারা।

প্রভাত ফেরিতে অংশ নেন বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা। আজিমপুর, পলাশী মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, একুশের চেতনা চিরঞ্জীব। একুশ অধিকারহারা মানুষকে অধিকার ফিরে পাবার পথ দেখায়। একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়েই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার করার প্রত্যয় জানান বিএনপি নেতারা। তাঁরা বলেন, গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় কতৃত্ববাদী শাসন চলছে। এ থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তাঁরা।

ভোরে আজিমপুর কবরস্থানে বিএনপি নেতারা ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান।পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিনিয়র নেতারা শ্রদ্ধা জানানোর পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।