বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি। শনিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই প্রেক্ষিতে আমরা চট্টগ্রামে সকল বাস চালক অনুরোধ করছি আপনারা গাড়ি নিয়ে রাস্তায় নামেন। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ সব ধরণের জ্বালানি তেলের বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ হওয়ায় শনিবার (৬ আগস্ট) থেকে নগররে বাস না চালানোর ঘোষণা দিয়েছিল বাস মালিকদের সংগঠন