Home Third Lead গভীররাতে ঘুমন্ত গৃহবধূর প্রাণ সংহার

গভীররাতে ঘুমন্ত গৃহবধূর প্রাণ সংহার

লাশের সামনে স্বজনদের আহাজারি

 

জয়পুরহাট থেকে প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শিপন বেগম (৪০) নামের এক ঘুমন্ত গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে কালাই উপজেলা উদয়পুরের দুদাইল নোয়াপাড়া গ্রামে শয়ন কক্ষে এ হত্যাকান্ড ঘটানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদাইল নোয়াপাড়া গ্রামের বিভিন্ন হাটে বাজারে মসলা বিক্রেতা মোজাম্মেল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী শুক্রবার দিবাগত রাতে তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় মোজাম্মেল ও তার সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন।

গভীর রাতের কোনো সময় শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়। রাত ৩ টার দিকে নিহতের স্বামী-সন্তানদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় মোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড় দিয়ে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেয়।

এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনউদ্দীন বলেন, পুলিশ সহ কয়েটি টিম এ হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্ঠা চলছে। কী কারণে হত্যা ঘটানো হয়েছে তা এ মুহর্তে বলা যাচ্ছে না তবে চেষ্টা চলছে। শিগগির জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।