মন্জুর মোর্শেদ রাজা, নীলফামারী থেকে : নীলফামারীর কিশোরগঞ্জে ৩ কেজি গাঁজা, ২০টি ফেন্সিডিল সহ মন্টু মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ দল গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুড়া এলাকায় মন্টু মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রহিমের নেতৃত্বে
৯ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৩ কেজি গাঁজা ও ২০টি ফেন্সিডিল উদ্ধার করে ।
মন্টু মিয়া উপজেলার মাগুড়া ইউনিয়নের বসুনিয়া পাড়ার নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে জড়িত বলে উল্লেখ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সহকারী পরিচালক আব্দুর রহিম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি ও তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করছেন। মামলা নং -৯।
আব্দুর রহিম বলেন, “মন্টু মিয়া একজন চিহ্নিত অবেধ মাদক কারবারি এবং তিনি দীর্ঘ দিন যাবৎ এ কারবারে জড়িত। আমরা দীর্ঘদিন যাবৎ তাকে ধরার চেষ্টা করছিলাম এবং গতকাল তা করতে আমরা সক্ষম হই ।”