Home আন্তর্জাতিক গাজায় আশ্রয়শিবিরে ইসরাইলি হামলা: নিহত ৫১

গাজায় আশ্রয়শিবিরে ইসরাইলি হামলা: নিহত ৫১

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

গাজায় আশ্রয়শিবিরে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৫১ ফিলিস্তিনি। তাদের বেশিরভাগই মহিলা ও শিশু।  শনিবার রাতে এই আক্রমণ চালায় ইসরাইল।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির সংখ্যা ঠিক কত, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল কিদরা আরও বলেন, হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগে জায়গা নেই, মেঝেই শুইয়ে রাখা হয়েছে গুরুতর আহতদের। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় মাগাজির অবস্থান।

ইসরাইলের বক্তব্য, তারা শুধু হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানো হয়নি। হামাসকে ‘জঙ্গি’ হিসেবে উল্লেখ করে ইসরাইলের অভিযোগ করেছে, স্থানীয় বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।