Home অন্যান্য গান্ধী আশ্রমে চরকা ঘোরালেন সলমন

গান্ধী আশ্রমে চরকা ঘোরালেন সলমন

বিজনেসটুডে২৪ ডেস্ক

সলমন খানের নতুন ছবি ‘অন্তিম’ মুক্তি পেয়েছে সম্প্রতি। বেশ কিছুদিন এই ছবি নিয়েই ব্যস্ত ছিলেন ভাইজান। এবার খুঁজে নিলেন একটু অবসর। ঘুরে এলেন আহমেদাবাদের গান্ধী আশ্রম থেকে।

গুজরাতের সবরমতি আশ্রমের ঐতিহাসিক গুরুত্ব কম নয়। স্বয়ং গান্ধীজীর স্মৃতি বিজরিত এই আশ্রমে এদিন পা রেখেছিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন, ‘অন্তিম’ ছবির পরিচালক মহেশ মঞ্জরেকরও। এি আশ্রমে গিয়ে সলমন চরকা ঘুরিয়েছেন নিজের হাতেই। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি দেখে আপ্লুত ভাইজান-ভক্তরা।

ছবিগুলোতে দেখা যাচ্ছে খাদির চরকা কাটায় নিজেই হাত লাগিয়েছেন সলমন। আনন্দের সঙ্গেই ঘোরাচ্ছেন যন্ত্র। এছাড়া আশ্রমের অতিথির নাম লেখা খাতায় সইও করেছেন অভিনেতা। আশ্রম থেকেই তাঁকে দেওয়া হয়েছে ছোট চরকা ও গান্ধীমূর্তি।

বক্স অফিসে সলমনের ছবি ‘অন্তিম’ মন্দ চলছে না। প্রথম সপ্তাহে ভালই আয় হয়েছে এই ছবি থেকে। অন্যান্য বলিউড বিগ-বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা থাকলেও মাত্র তিন দিনের ‘অন্তিম’ ঘরে এনেছে ১৮.৬১ কোটি টাকা। তাও আবার যেখানে বিভিন্ন রাজ্যে কোভিডবিধির কারণে এখনও দর্শক সংখ্যায় রাশ টানা রয়েছে।