বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গাজীপুর: জেলার শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন। আগুন নেভাতে গিয়ে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (০৬মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে ওই কারখানার আগুনের সূত্রপাত হয়।
নিহত শ্রমিক মাসুম সিকদারের (৩০) মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাসুম ঢাকার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে।
আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, আহত ও দ্বগ্ধ ২২ জনকে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই কারখানার আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। যদিও এর আগেই কারখানার নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
তিনি আরো বলেন, নিহত ওই শ্রমিক কারখানার এ গুদামে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।