Home First Lead বাড়লো গুঁড়ো দুধের দাম

বাড়লো গুঁড়ো দুধের দাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দাম বেড়েছে গুঁড়োদুধের। আমদানি পর্যায়ে ডলারের দাম বেড়ে যাওয়ার অজুহাত তুলে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ৬০ টাকা পরর্যন্ত।

 রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সব দোকানে কোম্পানিগুলোর প্যাকেটজাত দুধ কেজি প্রতি ৫০-৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এক সপ্তাহ পূর্বের তুলনায়।  বিক্রেতারা জানান, বর্তমানে কেজিপ্রতি গুঁড়া দুধ সর্বোচ্চ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৭০০ টাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে গুঁড়োদুধের। এর কারণ হিসেবে সরবরাহকারি কোম্পানির প্রতিনিধিরা জানান যে  ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পর্যায়ে ক্রয়মূল্য বেশি পড়ছে। এ কারণে দাম বেড়েছে।রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি’র হিসেবে এক বছরের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়োদুধের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি। এক কেজির ডানো ছিল ৬৪০ টাকা। বর্তমানে ৭১০ টাকা পর্যন্ত। ডিপ্লোমা ( নিউজিল্যান্ড) বিক্রি হচ্ছে ৭২০ টাকা পর্যন্ত।  ছিল ৬৫০ টাকা কেজি। ফ্রেশ বর্তমানে ৬৩০ টাকা। বছর আগে বিক্রি হয়েছিল ৫৭০ টাকায় কেজি। সবচেয়ে বেশি দাম বেড়েছে মার্কস দুধের দাম। ৫৮০ টাকার দুধ এখন ৬৯০ টাকা পর্যন্ত।

গুঁড়ো দুধের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। কাওরানবাজারে বাজার করতে আসা এক গৃহিণী বলেন,‘বাচ্চাদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্য গুঁড়ো দুধের প্রয়োজন পড়ে। কিন্তু গুঁড়ো দুধের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের আর্থিক টানাপোড়েনের মধ্যে থাকতে হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে নতুন করে যে সব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহ থেকে এর কারণ জানার চেষ্টায় আমাদের অভিযান শুরু হবে।

দেশে প্রতিদিন মাথাপিছু দুধের চাহিদা ২৫০ মিলিলিটার হলেও প্রাপ্যতা ১৯৪ মিলিলিটার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বছরে ১৫৪ লাখ টন দুধের চাহিদার বিপরীতে উৎপাদন ১২০ লাখ টন। বাকি ৩৪ লাখ টন আমদানি করতে হয়।