বিজনেসটুডে২৪ ডেস্ক
চরম আর্থিক সংকটের মুখোমুখি গো ফার্স্ট এয়ার লাইন। আজ ৩ এবং ৪ মে যাবতীয় সার্ভিস বন্ধ রাখতে চলেছে মুম্বইভিত্তিক এই সংস্থাটি। এই দুদিন কোনও বুকিং নেওয়া হবে না। এই বিষয়টি ডিজিসিএ-কে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। যদিও এখনও পর্যন্ত যাত্রীদের টাকা ফেরতের বিষয়ে কিছু জানায়নি গো ফার্স্ট এয়ার লাইন।
সংস্থার সিইও কৌশিক খোনা বলেন, গো ফার্স্ট এয়ার লাইন, গো ফার্স্ট এনসিএলটি-এর সামনে স্বেচ্ছায় দেউলিয়াত্ব সমাধানের জন্য একটি আবেদন জমা দিয়েছে। খোনা আরও জানান, পিঅ্যান্ডডব্লিউ দ্বারা ইঞ্জিন সরবরাহ না করার কারণে গো ফার্স্ট আর্থিক সংকটের মুখোমুখি। ২৮টি বিমানকে বসিয়ে রাখা হয়েছে।
ইতিমধ্যেই যারা গো ফার্স্ট-এ ভ্রমণের জন্য টিকিট বুক করেছিলেন তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।
ট্যুইটারে রেহান আশরফ বলে এক নেটাগরিক লিখেছেন, গো ফার্স্ট এয়ার ওয়েজ সবচেয়ে খারাপ এয়ার লাইন। প্রায় সব সময় ছাড়তে দেরি বা বাতিল করে এই সংস্থা।
আইমন নাজির ট্যুইট করে বলেন, একটি ফ্লাইট বুক করেছিলাম, যা শেষ পর্যন্ত ঠিক একদিন আগে বাতিল করা হল। এয়ারলাইন বলছে তাদের কাছে কোনও বিকল্প উড়ান নেই, তাই তারা আমার অর্থ ফেরত দেবে এবং এবার আমাকে আবার আরেকটি ফ্লাইট বুক করতে হবে।’