Home আকাশ পথ চীনের সহায়তায় চালু হল পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর

চীনের সহায়তায় চালু হল পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর

গোয়াদার আন্তর্জাতিক বিমান বন্দর। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানের  বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে বেলুচিস্তানে। সোমবার এখান থেকে বিমান উঠা-নামা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে।

৪২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের আওতায় এই বিমান বন্দর তৈরি হয়েছে গোয়াদারে। গোয়াদর আন্তর্জাতিক বিমানবন্দর এবং গোয়াদর গভীর সমুদ্র বন্দরকে  চীন পাকিস্তান উভয় দেশের বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়।

উদ্বোধনের পরপরই প্রথম বাণিজ্যিক ফ্লাইট পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পিকে উচ্চ পদস্থ কর্মকর্তা এবং যাত্রী নিয়ে এখানে নামে।  করাচি থেকে উড্ডয়ন করে বিমানটি গোয়াদারে অবতরন করে ১ ঘণ্টা ১০ মিনিটে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গোয়াদার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, গোয়াদারবে মধ্য ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগে রূপান্তরিত করার ক্ষেত্রে এটি বড় মাইলফলক।

গোয়াদার পাকিস্তান-এর বেলুচিস্তান প্রদেশের অন্তর্গত গোয়াদার জেলার প্রশাসনিক দপ্তর ও প্রধান শহর। এটি পাকিস্তানের একটি বন্দর নগরী। চীনের সহায়তায় গোয়াদারে তৈরি হয়েছে গভীর সমুদ্র বন্দর।

আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত বিমানবন্দরটি আঞ্চলিক সংযোগ বাড়াতে এবং বিশ্ব বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।