বিজনেসটুডে২৪ ডেস্ক
রুশ সেনাদের গোলার আঘাতে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। এটা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গোলাবর্ষণ চলতে থাকায় আগুন নেভানোর কোন চেষ্টা করা যাচ্ছে না। এই পারমানবিক কেন্দ্রে আগুন লাগার ফলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।
ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ এড়াতে অবিলম্বে ঘটনাস্থলে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। টুইট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটে তিনি বলেন, ‘রাশিয়ানদের অবিলম্বে গোলা-গুলি বন্ধ করতে হবে। অগ্নিনির্বাপকদের অনুমতি দিতে হবে আগুন নেভানোর জন্য। একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।’
পোল্যান্ড সীমান্তের বেলারুশে দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিল দুই দেশ। বৈঠকে যুদ্ধ থামার রফাসূত্র না মিললেও দুই দেশই সাধারণ মানুষদের জন্য একটি মানবিক করিডোর গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে। পাশাপাশি, তৃতীয়বার আলোচনার জন্য দরজা খুলে রাখা হয়েছে।
বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে স্পষ্ট যে দু’দেশের যুদ্ধ থামার কোনও ইঙ্গিতই নেই। বরং দিনের পর দিন এই যুদ্ধের আকার আরও ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। রুশ সেনারা তাদের হামলার তীব্রতা বাড়িয়েই চলেছে।
বিবিসি জানায়, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি পারমাণবিক চুল্লির মধ্যে একটির কাছে আগুন লেগেছে।
প্ল্যান্টের মুখপাত্র বলছে, রুশ গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে পারেনি।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার ভোর রাতে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, ‘ইউরোপীয়রা, দয়া করে জাগো!’
বিষয়ে জেলেনস্কির নেতৃত্বাধীন দলের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি।
আইএইএ জানায়, প্ল্যান্টে ‘প্রয়োজনীয়’ সরঞ্জাম এখনো কাজ করছে। সংস্থাটি টুইটারে পোস্ট বলছে, ইউক্রেন জানিয়েছে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ডে প্রয়োজনীয় সরঞ্জামকে প্রভাবিত করেননি। একই কথা বলছেন প্ল্যান্টটির কর্মকর্তারা।
জাপোরিঝিয়া আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান আলেক্সান্ডার স্টারুক জানান, কেন্দ্রের পরিচালকের সঙ্গে কথা বলেছেন এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হয়েছেন।
এ আগুনের খবর তখনই এলো যখন ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়ার গোলাবর্ষণের কারণে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন।
আইএইএ প্ল্যান্টের কাছাকাছি হামলা বন্ধ করার জন্য আবেদন করেছে। সতর্ক করে দিয়েছে যে, চুল্লিতে আঘাত লাগলে মারাত্মক বিপদ হবে।