বিজনেসটুডে২৪ ডেস্ক
একটা সময় বিশ্ব ফুটবলে গোল মানেই ছিল গার্ড মুলার। অসংখ্য গোলের রেকর্ড তার নামের পাশে জ্বলজ্বল করত। ১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জার্মান তারকার গোলের কথা এখনও লোকে বলে।
সেই গার্ড মুলার চলে গেলেন নিঃশব্দে, ৭৫ বছর বয়সে।গত ৪-৫ বছর ধরে অ্যালজাইমার রোগে আক্রান্ত হয়ে কার্যত গৃহবন্দীই ছিলেন। বায়ার্ন মিউনিখের চূড়ান্ত সাফল্যের সময়ও তাঁকে দেখা যেত না মাঠে। রবিবার চিরদিনের জন্য হারিয়ে গেলেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে। –
বায়ার্নের সমস্ত নক্ষত্র মূলারের মৃত্যুতে শোকাহত। বেকেনবাউয়ার, রুমেনিগে, উলি হোয়েনেস ও অলিভার কানরা বলছেন, বিশ্বের সর্বকালের সেরা স্ট্রাইকার ছিলেন মুলারই। এখন মেসি রোনাল্ডোর যেমন দাপট, ৭০ দশকে মুলারের দাপটও ছিল এরকম। বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছে মুলার। জার্মানির জার্সিতে ৬২ ম্যাচে ৬৮ গোল রয়েছে তাঁর।
অত্যন্ত শান্ত ও কম কথার লোক মুলারকে দেখে বোঝাই যেত না, মাঠে নামলেই তিনি ভয়ঙ্কর হয়ে উঠতেন।