মোঃ পারভেজ হাসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার ১১ বৈরচুনা সীমান্তবর্তী ইউনিয়নের মাধবপুর গ্রামের লোকজন একটি নীলগাই উদ্ধার করেছে ।
শুক্রবার বিকেলে ধুসর ছাই রংয়ের নীলগাইটিকে গ্রামবাসী ধাওয়া করে আটক করেন। পরে বিজিবির সদস্যরা সেটিকে নিয়ে যান।
এ নিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে উদ্ধার হওয়া সবগুলো নীলগাই মারা গেছে। এবারে উদ্ধার হওয়া নীলগাইটি এখন পর্যন্ত সুস্থ আছে।
গ্রামবাসী জানান, ওই ইউনিয়নের সতহা শালবাগানের মাঝখানে পূর্ব-পশ্চিমের রাস্তার কাছ দিয়ে হেঁটে পূর্ব দিকে যাওয়ার সময় বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে কয়েকজন গ্রামবাসী গাইটিকে দেখে চিৎকার শুরু করেন। এ সময় শালবাগানের আশপাশের কয়েকজন গাইটিকে ধরার জন্য তাড়া করতে থাকেন। একপর্যায়ে সেটি দৌড়াতে দৌড়াতে প্রায় দেড় মাইল দূরে মাধবপুর গ্রামের চৌরাস্তায় পৌঁছায়। সেখানে মানুষের ধাওয়া পেয়ে মাধবপুর চৌরাস্তার উত্তর-পশ্চিম দিকে ওই গ্রামের জব্বারের আমবাগানে ঢুকে পড়ে।
তখন বিকেল প্রায় চারটা। গ্রামবাসীর ধাওয়া চলছিলই। বিকেল সাড়ে চারটার দিকে বাগানের উত্তর দিকে আমবাগানে গাছ ঘেরা দেওয়া একটি নেটে নীলগাইটি আটকা পড়ে। এ সময় গ্রামবাসী আমবাগানেই গাইটিকে বেঁধে রাখেন।
বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার জানান, বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী নীলগাইটি দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে রাখে। পরে আমাকে খবর দিলে বিজিবি ক্যাম্পে খবর দেই।
বৈরচুনা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বলেন, বাংলাদেশ-ভারতের কুলাইতোড়, সিদ্ধেশ্বরী সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভয়াশ্রম থেকে নীলগাইটি পালিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জানা গেছে। বন বিভাগের লোকজকেও খবর দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, গ্রামবাসী চারদিকে ঘেরাও করে নীলগাইটি ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। নীলগাইটি বর্তমানে সুস্থ ও বিজিবির হেফাজতে আছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদ জাহাঙ্গীর বলেন, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাইয়ের বিচরণের ইতিহাস পাওয়া গেলেও ১৯৪০ এর পর থেকে বাংলাদেশে প্রাণীটি খুব একটা দেখা যায়নি। চেহারায় ঘোড়ার সাথে কিছুটা সাদৃশ্য থাকা এ প্রাণীটির অস্তিত্ব ভারতের অনেক এলাকায় থাকলেও বাংলাদেশে এখন বিলুপ্ত। পাকিস্তান ও নেপালে এর দেখা মেলে।