Home Third Lead গ্রামীণ ফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

গ্রামীণ ফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

ইয়াসির আজমান

মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। আগামী ১ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

গ্রামীণ ফোনের সিইও হিসেবে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি তিনি।

আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে থেকে ডেপুটি সিইও এবং সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ এবং ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।
ইয়াসির আজমান স্থলাভিষিক্ত হচ্ছেন মাইকেল ফোলির। মাইকেল আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাইকেল ফোলি ২০১৭ সালে মে মাসে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব নেন। – সংবাদ বিজ্ঞপ্তি