বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জেঁকে বসেছে শীত। সাথে কুয়াশা ও হিমেল হাওয়া। শীতে তেমন অসুবিধা না হলেও ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা মাঝে মধ্যেই বন্ধ রাখায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক- যাত্রী ও সবজি ভর্তি ট্রাকগুলোকে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পাড় থেকে টাঙ্গাইল বাইপাস ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এজন্য সেতুর উপরসহ দুুুই পাড়ে যানবাহন আটকা পড়েছে।