বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: হায়দারবাদ এলাকায় কয়েক মাস ধরে চলা ঘোড়ার মাংস বিক্রি এখন নিষিদ্ধ। মঙ্গলবার (১৮ মার্চ) মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়।
অনুমোদন ছাড়া ঘোড়ার গোশত বিক্রি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে ওই এলাকায় ঘোড়ার গোশত বিক্রি করায় সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সমালোচিত হয়। আর বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম ঘোড়ার গোশত বিক্রি করার প্রচলন, যা মুসলিম দেশ বাংলাদেশে বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এক অভিযানে মৌখিকভাবে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
, প্রাণী জবাইয়ের জন্য ভেটেরিনারি সার্জনের অনুমোদন না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া।
চলতি বছরের শুরুতে গাজীপুরের হায়দারবাদ এলাকায় বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমে প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি করা হলেও চাহিদা বাড়ায় পরে ৩০০ টাকা কেজি করা হয়। প্রতি শুক্রবার প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল।