বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্ডের আওতায় বিনা শুল্কে আমদানিকৃত প্রায় ৫২ লাখ টাকার কাপড় পাচারকালে হাতেনাতে আটক করেছে কুমিল্লা কাস্টমস ও ভ্যাট।
গত ১২ আগস্ট কুমিল্লার পদুয়ারবাজার এলাকা থেকে সংস্থার প্রিভেন্টিভ টিম এই কাপড় আটক করে। চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যান ভর্তি করে পাচার করা হচ্ছিল। কাভার্ড ভ্যানটি আসিফ ও আরিবা কার্গো সার্ভিস এর। নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৯৪৮২।
কুমিল্লা কাস্টমস আজ শনিবার জানায়, রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের কারখানার কাঁচামাল হিসেবে বিনা শুল্কে আমদানি করা কাপড় চোরাপথে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। কুমিল্লা কাস্টমস ও ভ্যাট সাম্প্রতিককালে কঠোর অবস্থান নেয়। তবে, চট্টগ্রাম থেকে যে গাড়িতে কাপড় বোঝাই করা হয় পথিমধ্যে সেটা পরিবর্তন করে অন্য গাড়িতে নেয়ার কৌশলের ফলে আটক করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই কাস্টমস অধিক সংখ্যক সিক্রেট সোর্স এবং কয়েকটি টিমকে নিয়োগ করতে হয়েছে।
আরও জানায়, আটক কাপড় চট্টগ্রাম ইপিজেড থেকে একটি কাভার্ড ভ্যানে বের করা হয়। দেওয়ানহাট পৌঁছার পর তা পরিবর্তন করা হয়। সেটা যখন ভাটিয়ারি অতিক্রম করছিল তখন সিক্রেট সোর্স থেকে তা অবহিত হয় কুমিল্লা কাস্টমস। তারা অবশ্য আরও আগে থেকে ওঁৎ পেতে ছিল এরজন্য। সকাল ৮ টায় পদুয়া বাজারে পৌঁছলে কাস্টমস আটক করে। ডকুমেন্টস চাইলে তখন ২০১৮ সালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের কিছু ভুয়া কাগজপত্র দেখায়।
কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৫০০ রোল কাপড় পাওয়া যায়। পরিমাণ ৭৭০৫ কেজি । শুল্কায়নযোগ্য মূল্যঃ ২৭,৮৩,৪৩১ টাকা এবং পরিহার কৃত শুল্ককর ২৪,৯৩,৯৫৪ টাকা। অর্থাৎ শুল্ক পরিশোধিত মূল্য ৫২,৬০,৬৪৮ টাকা।