বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রকোপ রোধে নগরীতে প্রবেশ ও বের হওয়া বন্ধ করে দেয়া হয়েছে। তা কার্যকর করতে ৫টি প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আজ সোমবার সন্ধ্যা থেকে এই ব্যবস্থা কার্যকর করেছে। সিটি গেইট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। মহানগরীতে প্রবেশে এবং এখান থেকে বের হওয়ার পথ এই ৫টি।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে আসা-যাওয়া নিয়ন্ত্রণের এই উদ্যোগ নেয়া হয়েছে। একেবারে জরুরি না হলে কেউ প্রবেশ করতে পারবে না বা নগরীর বাইরে যেতে পারবে না।
নগরীতে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত সব দোকানপাট বন্ধ। এ সময় কেবলমাত্র ঔষধের দোকান খোলা।