বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: দ্বিতীয় দফায় ৯০ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা পেল চট্টগ্রাম।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এসব টিকা চট্টগ্রাম পৌঁছায়।
সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে এসব টিকা রাখা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের করোনা ভ্যাকসিন প্রদান কমিটির চাহিদার প্রেক্ষিতে দ্বিতীয় দফায় এ টিকা পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এর আগে প্রথম দফায় বরাদ্দ প্রাপ্ত টিকার তুলনায় নিবন্ধনকারীর সংখ্যা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে ১ লাখ ডোজ টিকার চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সর্বশেষ পাওয়া ২০ লাখ ডোজ টিকার মধ্য থেকে চট্টগ্রাম সিটি এলাকার জন্য জরুরি ভিত্তিতে ১ লাখ ডোজ টিকার এ চাহিদাপত্র দেয়া হয়। চাহিদার ১ লাখ ডোজের মধ্যে ৯০ হাজার ডোজ টিকা পাওয়া গেছে বলে জানান সিটি কর্পোরেশনের করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, যিনি যে কেন্দ্রের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন, এখন থেকে তিনি সে কেন্দ্রেই টিকা নেবেন। ভিন্ন কোনো কেন্দ্রে টিকা নেয়া যাবে না। আর নিবন্ধনের পর টিকাগ্রহণের তারিখ ও সময়সহ সংশ্লিষ্ট নিবন্ধনকারী তার মোবাইলে একটি এসএমএস পাবেন। ওই এসএমএস-এ উল্লেখিত তারিখে নিবন্ধনকারী টিকা নিতে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে মোবাইলে আসা এসএমএস দেখিয়ে তিনি টিকা নিতে পারবেন। এসএমএস না আসা পর্যন্ত টিকা নিতে পারবেন না। এসএমএস পাওয়া সাপেক্ষে সকলকে নিবন্ধিত স্ব-স্ব কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের অনুরোধ রইল।
প্রথম দফায় সিটি কর্পোরেশন এলাকায় দেড় লাখ (১ লাখ ৫৪ হাজার ৯০৫) ডোজ টিকা বরাদ্দ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চট্টগ্রামের প্রাপ্ত টিকার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ৯০৫ ডোজ। অন্যদিকে সিটি কর্পোরেশন এলাকায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১৮৬ ডোজ টিকা দেয়া হয়েছে।