চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের করোনা মহামারী সংক্রান্ত প্রস্তুতি ও সতর্কতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ। তাদের মতে, করোনার স্বাস্থ্য বিধি ও সতর্কতাকে উপেক্ষা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষণা সাধারণ ভোটারদের করোনার মৃত্যু ঝুঁকিতে নিক্ষেপ করার মতো আত্মঘাতি ও অপরিপক্ষ সিদ্ধান্ত। তাই অবিলম্বে এই তারিখ পেছানোর দাবি জানান নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন,চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, বর্তমান নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তে সাধারণ জনগণের ভোট অধিকার প্রয়োগ মানুষের কাছে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু দেশের বৃহত্তম সিটি কর্পোরেশ। সে কারণে বিপুল সংখ্যক প্রার্থী ও সমর্থকদের ভোটারদের কাছে ভোট প্রার্থনা, ভোটারদের বাড়ি পরিদর্শন এবং নির্বাচনী সভা, সমাবেশ ও প্রচারণা করবেন বিধায় নগরীর ৭০ লক্ষ নগরবাসী পুরোটাই করোনার প্রবল ঝুঁকিতে পতিত হবেন। তাই অবিলম্বে এই নির্বাচনের তারিখ আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ না করে আরও পেছানো উচিত।
নেতৃবৃন্দ আরও বলেন, যেহেতু সিটি কর্পোরেশ নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন, সে কারণে নির্ধারিত সময় পার হলেও সংবিধান লংঘন হবার মতো কোন পরিস্থিতির উদ্ভব ঘটবে না। আর মানুষের জীবন বাঁচানো প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। নির্বাচন কমিশনের এই অপরিপক্ষ সিদ্ধান্ত প্রার্থী, সমর্থক ও ভোটারদের করোনার মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মৃত্যু ঝুঁকিতে ফেলানোর মতো পরিস্থিতি শুভকর ও যথার্থ নয়। তাই স্বতঃস্পূর্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে এ ধরণের খামখেয়ালীপনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
-সংবাদ বিজ্ঞপ্তি