বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ছেলের হাতে নৌকার হাল তুলে দিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের কর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি এই আসনে ৭ বারের সংসদ-সদস্য। বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি মনোনয়ন চাননি। শারীরিক অসুস্থতার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। পরিবর্তে ছেলে মাহবুব উর রহমান রুহেলকে নৌকার মাঝি হিসেবে চেয়েছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে আগামীতে আর নির্বাচন করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন।আর বিকল্প হিসেবে তিনি তারই মেজ ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেলকে বিভিন্ন অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিয়েছেন। তার ইচ্ছেকে সম্মান দিয়েছে দল। ছেলেকে মনোনয়ন দেয়া হয়েছে।
রুহেল ২৫ বছরের বেশি ফিনল্যান্ডে ছিলেন। দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং বাবার পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন। স্টার সিনেপ্লেক্সের কর্ণধার ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।