বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: এখানে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ইতিপূর্বে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য। বয়স ৩৫।
সীতাকুন্ডে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এই করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানান চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দু‘জনে।
ডা. হাসান শাহরিয়ার কবির জানান, সৌদি আরব থেকে ওমরা ফেরত মেয়ের সংস্পর্শে থাকা দামপাড়া এলাকায় বসবাসরত বাবার শরীরে করোনা শনাক্ত হয়। তিনিই ছিলেন চট্টগ্রামের প্রথম করোনাভাইরাস শনাক্ত রোগী। এরপর তার পরিবারের চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের পজেটিভ এসেছে। বাকি তিনজনের নেগেটিভ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) ৩৫ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয় রবিবার। এরমধ্যে একজনের করোনা ধরা পড়েছে।
গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চলছিল বিআইটিআইডিতে। এ পর্যন্ত ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।