বিজনেসটুডে২৪ প্রতনিধি
চট্টগ্রাম: রবিবার সকাল সাড়ে আটা হতে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৯৩ জন। ২৪ ঘণ্টায় ১১৩৮ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনা আক্রান্তের হার ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো পাঁচ জন।
সোমবার ( ১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানাগেছে।
আগের দিন রবিবার করোনায় মারা গেছেন সাত জন। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ২৫২ জন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের ২৪৯ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। বাকি ৪৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২২৭ জন। মারা গেছেন ৪৬৪ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২০২০ সালের ৩ এপ্রিল।