বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় ১২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে। মৃত্যু হয়েছে ১০ জনের। জুন মাসে সংক্রমণের হার ২০ থেকে ৩০ শতাংশ থাকলেও জুলাই-আগস্টে ৩৪ থেকে ৩৯ শতাংশের বেশি থাকছে। জুলাইয়ে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ার পর আগস্টেও বাড়ছে সংক্রমণ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, উপজেলায়ও বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার চট্টগ্রামে বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালে শয্যার জন্য হাহাকার। ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইসিইউ শয্যা চেয়ে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছেন অনেকেই। এছাড়া অক্সিজেন সিলিন্ডার চেয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে। উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারী ৯৬, লোহাগাড়া ১৭, সাতকানিয়া ১০, বাঁশখালী ২৩, আনোয়ারা ২৫, চন্দনাইশ ৭, পটিয়া ৭, বোয়ালখালী ৫৯, রাঙ্গুনিয়া ৪০, রাউজান ৩০, ফটিকছড়ি ৫৯ , সীতাকুন্ড ২৩, মিরসরাই ১৭ ও সন্দ্বীপ ২৫ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৪৪ জন। শনাক্তের মধ্যে শহরে ৬৩ হাজার ৬১৫ জন। উপজেলায় ২১ হাজার ৫২৯ জন। নতুন ১০ মৃত্যুর মধ্যে ৪ জন শহরে, ৬ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯১ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪০৩ জন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৩৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৩৫ জন। উপজেলায় ৪৩৮ জন।