চট্টগ্রাম: ভারতে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন ধনকুবের মুকেশ আম্বানি। শুধুমাত্র করোনা সংক্রমণের চিকিৎসার জন্য ১৪ দিনে তৈরি করে দিয়েছেন হাসপাতাল। আরও অনেক কিছু নিয়ে রিলায়ান্স এগিয়ে এসেছে। চট্টগ্রামের ধনকুবেররা সেভাবে এখনও আসেননি, আসার অপেক্ষায়। তবে, বিভিন্ন স্তরের মানুষ যার যার সাধ্যমত সুবিধাসমূহ নিয়ে নেমেছেন।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ সারাবছর ধরে ওয়ার্ডে ওয়ার্ডে নিম্নবিত্তদের ন্যায্যমূল্যে যে চাল, ডাল, তেল বিক্রি করেন তা আরও জোরদার করা হয়েছে। এসব পণ্য নিয়ে ট্রাক সকালে চলে যায় ওয়ার্ডে ওয়ার্ডে।
বিজিএমইএ-র সাবেক প্রথম সহ-সভাপতি, এমএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনউদ্দিন আহমেদ মিন্টু চট্টগ্রামের সাংবাদিকদের জন্য কিছু করোনা প্রতিরোধক সামগ্রী হস্তান্তর করেছেন।
বিজিএমইএ-র অপর সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব তার কারখানায় কিছু পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই)এবং মাস্ক তৈরি করে দিয়েছেন চট্টগ্রামমহানগর পুলিশকে।
পিপিই তৈরিতে এগিয়ে এসেছে চট্টগ্রামের স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেড। তাদেরকে এক লক্ষ পিপিই তৈরির কার্যাদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধালয় । ৫০ হাজার পিপিই তৈরি করে মঙ্গলবার ঢাকায় পাঠিয়েছে। স্মার্ট জ্যাকেট লিমিটেড আগে থেকেই পিপিই তৈরি করে।
চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে করোনা হটলাইন সেবা চালু হয়েছে। করোনা ভাইরাস এবং সাধারণ যে কোনো রোগের হট লাইন এর মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যে কেউ ডাক্তারদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন। হটলাইন সেবা প্রদানকারী ডাক্তারদের নাম ও মোবাইল নাম্বার:-
১। ডা. সাকির উর রশীদ- 01616 -49 1613
২। ডা. হাসানুল বান্না -01740- 508144
৩।ডা.আরফান খান নিবির- 01676-3192 20
৪। ডা. সাগর আজাদ -01763-758758
৫। ডা. মীর কাশেম মজুমদার -01683- 416226
৬।ডা.তৌহিদুল ইসলাম – 01673-704372
৭। ডা. তানভীর হাবিব তান্মা -01760-8 88777.
বাংলাদেশ ছাত্রলীগ আকবর থানা শাখার সভাপতি জুয়েল সিদ্দিকি করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ করছেন, মাইকিং করছেন।
বিভিন্ন এলাকায় স্থানীয় অধিবাসীরা পথে পথে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।
ফটিকছড়ি ভুজপুর জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের পৃষ্ঠপোষক মন্ডলীর সদস্য আলহাজ মুহাম্মদ রাকিবুল আলম চৌধুরীর সহযোগিতায় করোনা ভাইরাস সচেতনতার অংশ হিসেবে ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ফটিকছড়ি সর্বসাধারণের মাঝে ১০ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিন কর্মসূচি উদ্বোধন করেন ।
বান্দরবানের লামা পৌর এলাকায় হোম কোয়ারান্টাইনে থাকা (বিদেশ ফেরত) চার পরিবারের বাড়িতে লাল পতাকা উত্তোলন করে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেন মেয়র জহিরুল ইসলাম। তিনি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মনীতি ও লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করেন।
লকডাউন অবস্থায় লামা বাজারে যে সব দোকান খোলা থাকে, সেইসব দোকানে জনসমাগম এড়াতে দোকানের সামনে ৩ ফুট দূরত্ব বজায় রেখে লাল গোলাকার বৃত্ত করে দেয়া হয়েছে।