বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ে চট্টগ্রাম জেলার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
মোস্তাফা কামাল উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ছিলেন।
কক্সবাজার জেলার দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে, রাঙামাটি জেলার দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীকে, খাগড়াছড়ি জেলার দায়িত্ব দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে বান্দরবান জেলার।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন।