চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে থেমে গেছে সব ধরনের কোলাহল-শ্লোগান কিংবা মাইকিং। রাত ১২টায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। তবে নগর জুড়ে রাস্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী।
ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না। তাই এদিন বন্দরনগরীতে যানবাহন চলাচল ও অফিস-আদালত যথারীতি চলবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে কার, মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেলসহ বেশ কয়েক ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএমপির আওতাধীন এলাকায় ভোটগ্রহণের জন্য মঙ্গলবার (২৬ জানুয়ারি) মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত কার, মাইক্রোবাস, জিপ, বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সঙ্গে সোমবার মধ্যরাত থেকে জারি হওয়া মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত। তবে এই নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এর বাইরে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবে, জানান সিএমপির জনসংযোগ কর্মকর্তা।
সন্ত্রাস দমনসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামান।
এইব্যাপারে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির জানান, তিন স্তরের নিরাপত্তায় ব্যবস্থার পাশাপাশি ৩ প্লাটুন স্ট্রাইকিং ফোর্সসহ মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম সিটির আসন্ন ২৭ জানুয়ারির নির্বাচনে ৭ মেয়রসহ ২২৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ লাখেরও বেশি ভোটারের জন্য রয়েছে ৭৩৫টি ভোট কেন্দ্র।