বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মহামারী থেকে মুক্তির প্রত্যাশা নিয়ে চট্টগ্রামসহ সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
নিজে করোনার টিকা গ্রহণ করে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।
চট্টগ্রামে নওফেলের টিকা নেয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর তাদের সকলকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায়। এর মধ্যে দুটি বুথে পুরুষ, অন্য দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃত ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধনকৃত প্রায় দেড়শ জনের ফরম জমা হয়েছে।