ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম’’র ‘ফায়ার সপ্তাহ ২০২০’ উদ্বোধন করা হয়েছে।
আজ ( ১৯ নভেম্বর ) সকাল দশটায় চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরে ‘ফায়ার সপ্তাহ ২০২০’ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ উদযাপিত হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারাদেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
২১ নভেম্বর ফায়ার সার্ভিস সদর দপ্তরে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ কার্যক্রমের সমাপ্তি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মাে. আজিজুল ইসলাম, চট্টগ্রাম জোন -২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী, জোন -৩ এর উপ – সহকারী পরিচালকমােঃ তৌফিকুল ইসলাম ভূইয়া,উপসহকারী পরিচালক মো. আলী আকবর।
-সংবাদ বিজ্ঞপ্তি